সদস্য হওয়ার নিয়মাবলী

ঢাকা বার এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন এ সদস্য হওয়ার নিয়মাবলীঃ

১। এস,এস,সি পাশ এর সার্টিফিকেট ফটোকপি। (নির্ধারিত আইনজীবী দ্বারা সত্যায়িত)

২। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। (নির্ধারিত আইনজীবী দ্বারা সত্যায়িত)

৩। ৪টি পাসপোর্ট ও ৪টি স্ট্যাম্প সাইজ ছবি। (নির্ধারিত আইনজীবী দ্বারা সত্যায়িত)

৪। দুইজন বিজ্ঞ আইনজীবীর ২টা প্রত্যয়নপত্র। (নির্ধারিত আইনজীবী দ্বারা সত্যায়িত)

৫। দুইজন সহকারীর ২টা প্রত্যয়নপত্র।

৬। ফরমের মূল্য ৩০০/-

 

*** যাদের বয়স ৩৫বছরের মধ্যে তাদের ব্যাংক জমা ৯,৯৫০/- টাকা। ৩৫ বছর হতে ৪০ বছরের মধ্যে বয়সের জন্য ব্যাংক জমা ১৫,৯৫০/- টাকা।

 

৪০ বছরের উর্দ্ধে বয়সের জন্য ব্যাংক জমা ৯,৯৫০/- টাকা। সদস্য হওয়ার সময়কালে ৪০ বছরের উর্দ্ধে বয়সের সদস্য। অবসর ও মৃত্যুর পর শুধুমাত্র কল্যান তহবিলের জমাকৃত টাকা ফেরত পাইবে। নতুন সদস্যদের পরিচয়পত্র ইস্যু হওয়ার পর ঢাকা আইনজীবী সহকারী সমিতি, কর্তৃক নির্ধারিত ইস্যু ফি পরবর্তীতে জমা প্রদান করিতে হবে।


সদস্য খুজুন

ভোটার নাম্বার খুজুন